শিরোনাম
২ জুলাই, ২০২৪ ১৮:০৬

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার দুটি খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানকে নানা অনিয়মে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে চকবাজার এলাকার সুইট বাংলাকে প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি পণ্য বিক্রয়ের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে চকবাজার এলাকার মেসার্স চিটাগাং ফুডসকে প্রতিষ্ঠানটির পাউরুটি, বিস্কুট কেক পণ্যের উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে  বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন করে, মিথ্যা তথ্য দিয়ে বিক্রয় করায় বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক মামলা দায়ের পূর্বক  ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল, পরিদর্শক (মেট) সজীব চৌধুরী ও পরীক্ষক (মেট) প্রিময় মজকুরী।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর