৫ জুলাই, ২০২৪ ২০:৪৬

চট্টগ্রামে পৌঁছেই অভিযানে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেই অভিযানে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

দুই দিনের সফরে চট্টগ্রামে পৌঁছে ঝটিকা অভিযানে নেমেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় নগরের জিইসি মোড় এলাকায় বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল নামে একটি হাসপাতালে অভিযান পরিচালনা করেন। 

শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বসার মোহাম্মদ খুরশিদ আল, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, সকালে চট্টগ্রামে পৌঁছান ডা. সামন্ত লাল সেন। বিকেলে হঠাৎ ঝটিকা অভিযান শুরু করেন তিনি। এ সময় মেডিকেল সেন্টার হাসপাতালে বিভিন্ন কাগজ পত্র যাচাই-বাছাই করেন। রোগী-স্বজনদের সঙ্গে কথা বলেন। নানা বিষয়ে হাসপাতাল কতৃর্পক্ষকে সতর্ক করেন। 

অভিযান শেষে হাসপাতাল কতৃর্পক্ষের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ঠিক আছে আমি দেখে গেলাম, যা করার আমি করবো’। 

অভিযানকালে হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে নানা অসঙ্গতি দেখতে পান। অভিযান চলাকালে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর