শিরোনাম
১৩ জুলাই, ২০২৪ ২১:৪৫

চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানার সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইসমাইল (২১) ও মো. ইসমাইল রাহি (২৮)। মো. ইসমাইল আকবরশাহ্ থানা এলাকার অস্থায়ী এবং ইসমাইল রাহি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, মো. ইসমাইল একজন পেশাগত চোর। গত ২৫ জুন সে পিসি রোডের সবুজবাগ কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে রাখা কাভার্ডভ্যান থেকে পাঁচটি ল্যাপটপ চুরি করে। পরে সেগুলো কম্পিউটার টেকনোলজি নামে দোকানের মালিক মো. ইসমাইল রাহির কাছে বিক্রি করে। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করেন ল্যাপটপের মালিক।
তিনি বলেন, ক্লুলেস এই চুরি মামলায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে সেভেন মার্কেট থেকে মো. ইসমাইলকে গ্রেফতার করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই মার্কেটের কম্পিউটার টেকনোলজি নামক দোকান থেকে চোরাই ল্যাপটপসহ ইসমাইল রাহিকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/এএম


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর