২৫ জুলাই, ২০২৪ ২১:১৫

‘ধ্বংসযজ্ঞে জড়িতদের বিচারের মুখোমুখি করতেই হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘ধ্বংসযজ্ঞে জড়িতদের বিচারের মুখোমুখি করতেই হবে’

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেছেন, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনের ছত্রছায়ায় যেসব দুষ্কৃতকারী সহিংসতা ছড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযজ্ঞের মহোৎসবে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করতেই হবে। বিএনপি-জামায়াত অপশক্তির মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়া ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে ‘১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আযম প্রতিরোধ আন্দোলনে’ শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের কার্যনির্বাহী সভাপতি অ্যাডভোকেট সাইফুন নাহার খুশি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেক মাহমুদ মামুন, সহসভাপতি মো. নাজিম উদ্দিন, কামাল উদ্দিন, রাজীব চন্দ, একেএম ফজলুল হক সিদ্দিকী, সম্পাদকমণ্ডলীর সদস্য দীপন দাশ, ইমরান হোসেন, ইলিয়াস হায়দার, মাহিয়া আল জিসা, নবী হোসেন সালাউদ্দিন, কোহিনুর আকতার, রায়হান উদ্দিন, মফিজুর রহমান, মনিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও সুমন দাশ প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর