২৮ জুলাই, ২০২৪ ১৬:৩১

চট্টগ্রামে ‌‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‌‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার গ্রেফতার

মো. সরোয়ার প্রকাশ বাবলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরীতে সহিংসতার ঘটনায় শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সরোয়ার প্রকাশ বাবলাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে বায়োজিদ বোস্তামি থানার চালতাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরোয়ার বায়োজিদ এলাকার খোন্দকারপাড়ার বাসিন্দা। এসময় বাবুল নামের তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, সরোয়ার আরেক দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী। তার নামে বিভিন্ন থানায় ১৪টি মামলা আছে। গত ১৮ জুলাই বহদ্দারহাট পুলিশ বক্স পোড়ানো, পুলিশের ওপর আক্রমণ, হত্যা এবং গোলাগুলির ঘটনার প্রধান সন্দেহভাজন সে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর রিমান্ড আবেদন করা হবে।

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, দুর্ধর্ষ সন্ত্রাসী সরোয়ার ও নুরুন নবী ম্যাক্সন একসময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী। ২০১৭ সালের ৩১ আগস্ট জামিনে বের হয়ে কাতার চলে যান সরোয়ার ও ম্যাক্সন। চট্টগ্রামের অপরাধ জগতে তারা পরিচিত মুখ। ২০২২ সালের নভেম্বরে ভারতের দক্ষিণ কলকাতায় ম্যাক্সনের লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর