২ আগস্ট, ২০২৪ ১৯:৫৬

আমীর খসরুর মুক্তি দাবি পেশাজীবি পরিষদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আমীর খসরুর মুক্তি দাবি পেশাজীবি পরিষদের

ফাইল ছবি

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছে সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম। আজ শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, মামলা, গ্রেপ্তার নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান।

গত ১৮ দিনে চট্টগ্রামে ৩৩টি মামলায় বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার, মামলা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. নসরুল কদির, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজসহ অনেকে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর