শিরোনাম
১৬ আগস্ট, ২০২৪ ১৭:৫২

শনিবারও চট্টগ্রাম কাস্টমস হাউজ খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শনিবারও চট্টগ্রাম কাস্টমস হাউজ খোলা থাকবে

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় শুল্কায়ন সংক্রান্ত কাজে স্থবিরতা কাটিয়ে উঠতে আগামীকাল শনিবারও চট্টগ্রাম কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম ও এসেসমেন্ট কার্যক্রম খোলা রাখা হবে। চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়।

কাস্টমস সূত্র জানায়, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটে। পাঁচদিন পর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সাথে যুক্ত হলেও ইন্টারনেটের গতি কম থাকায় কাস্টমসের কার্যক্রমে ধীর গতি থেকে যায়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে পাঁচদিন ধরে শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের ভেতরে বিপুল কনটেইনার ও  বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি পণ্যের স্তুপ জমে যায়। একারণে কাজের গতি বাড়াতে শনিবার কাস্টমস হাউজ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে আদেশে জানানো হয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর