শিরোনাম
২১ আগস্ট, ২০২৪ ১৬:৫০

চমেকের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চমেকের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে এ সময় অধ্যক্ষ ক্যাম্পাসে ছিলেন না।   

চমেক শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার শিক্ষার্থীদের বিভিন্নভাবে মানসিক হয়রানি করতেন। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলেও তিনি নিজেই নিজ দলের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা করতেন। শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন। কলেজের খেলার মাঠ,  অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো শিক্ষার্থীদের ব্যবহারের অনুমতি না দিয়ে উল্টো বিভিন্ন কোম্পানিকে ভাড়ায় বরাদ্দ দিয়েছেন। তার অনুসারীরাই সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর