শিরোনাম
২৪ আগস্ট, ২০২৪ ২০:১৭

চট্টগ্রামে থানা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৪০ হাজার আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে থানা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৪০ হাজার আসামি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন থানার ওসি (তদন্ত) রিপন কুমার দাশ।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়দুল হক বলেন, থানায় হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিধি ধারায় বিষ্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ সনের ১৫ (৩) ২৫ ডি ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুষ্কৃতকারীরা থানায় হামলা চালায়। তারা অস্ত্র লুট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ৮ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর