শিরোনাম
২৭ আগস্ট, ২০২৪ ১৮:১০

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে রায়হান উদ্দিন রাজু (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শিক্ষার্থী এবং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভী বাড়ির ওমান প্রবাসী সলিমুল্লাহ খান প্রকাশ খানের ছেলে। রায়হান উদ্দিন রাজুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে একই ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে মাছ ধরতে যায় রাজুসহ একই গ্রামের ৩০/৩৫ জন যুবক। খালে জাল মারার একপর্যায়ে প্রবল পানির স্রোতে  তলিয়ে যায় রাজু। এ সময় অন্যরা তাকে অনেক খুঁজেও উদ্ধার করতে পারেনি। আধঘণ্টা পর সাগরে জেলেরা জাল ফেলে তার নিথর দেহ উদ্ধার করে। সেখান থেকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর