৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৪

ডাকাতির অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ডাকাতির অভিযোগে গ্রেফতার ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি মাজারে যৌথ বাহিনীর অভিযানের নাম করে ডাকাতি করতে গিয়ে চারজন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ওই মাঝারে এই ঘটনা ঘটে। এ সময় ওই মাজার থেকে নগদ তিন লাখ টাকা ও সৌদি ৬ হাজার রিয়াল নিয়ে পালিয়ে গেছে আরো চার ডাকাত।

কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন জানান, চারজনের মধ্যে একজন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে যৌথ বাহিনীর অভিযানের নামে মাজারে ডাকাতি করতে গিয়েছিল। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকী অভিযুক্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে ডাকাতির মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃরা হলেন- বাঁশখালীর নাপোড়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ দেব (৩৫), জামালপুরের শরীষাবাড়ি উপজেলার বলারদীয়ার গ্রামের বাসিন্দা সুহেল আনোয়ার (৪০), কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৪৮), ফটিকছড়ির ভ‚জপুর থানার পোদ্দারপাড়া গ্রামের বাসিন্দা সুমন কান্তি দে (৪০)।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর