৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১৩

গণঅভ্যুত্থানে শহীদদের মাসিক ভাতা দাবি পেশাজীবী পরিষদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গণঅভ্যুত্থানে শহীদদের মাসিক ভাতা দাবি পেশাজীবী পরিষদের

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সারাদেশে সংঘাত-সহিংসতায় নিহতের পরিবারের জন্য মাসিক ভাতা দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। শনিবার নগরীর ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এই দাবি করা হয়। 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতা অধ্যাপক নসরুল কদির, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, অ্যাডভোকেট এনামুল হক, ডা. হারুন, ডা. আব্বাস উদ্দীন, অ্যাডভোকেট হাসান আলী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, জসিম উদ্দিন, অ্যাডভোকেট মফিজউল্লাহ, অ্যাডভোকেট আয়েশা আকতার সানজি প্রমুখ।

এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ৭ টি প্রস্তাবনা দেওয়া হয়। প্রস্তাবনাগুলো হল:  বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ব্যক্তিত্ব ও বিদগ্ধজনদের সমন্বয়ে একটি ‘জাতীয় সংস্কার কমিশন’ গঠন করে তার সুপারিশনামার আলোকে সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন সহ সর্বস্তরে একটি মৌলিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর