১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩৮

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নারী মারা গেছেন। মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসে মারা গেছেন ৪ জন।   

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুইজনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাছাড়া, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭১৪ জন। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা মৌসুম চলে গেলেও ডেঙ্গু নিয়ে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুকে অবহেলা করার কোনো সুযোগ নেই।  

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর