১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:২৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১টি রাম দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়। এরআগে পদুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও এলাকার মাহামুদুল করিম মুকিত (২০), স›দ্বীপের ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়ার খায়রুল ইসলাম (২২)।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

স্থানীয়রা জানান, জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকায় গভীর রাতে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে চারদিক থেকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

 বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর