১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৮

আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে তৌহিদুল ইসলাম মামুন (৩৪) নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়। তৌহিদুল ইসলাম মামুন রাঙ্গুনিয়া উপজেলার বগাবিল এলাকার মো.আইয়ুব আলীর ছেলে। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রানীরহাট বাজার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে মো.তৌহিদুল ইসলাম মামুনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর থেকে ১টি দেশিয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তৌহিদুল জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর