২ অক্টোবর, ২০২৪ ১৬:৩৭

খামারের কর্মচারীদের বেঁধে টাকা ও গরু লুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

খামারের কর্মচারীদের বেঁধে টাকা ও গরু লুট

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গরুরি খামারের চার কর্মচারির হাত-পা ও চোখ বেঁধে পিটিয়ে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। বুধবার ভোর রাতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবুল বশরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টার দিকে সীমানা প্রাচীর টপকে ডাকাতদলের কয়েকজন সদস্য বাড়ির ভিতর প্রবেশ করে। পরে ফটকের তালা ভেঙে মাইক্রোবাস নিয়ে বাড়ির আঙিনায় চলে আসে। তারা চার কর্মচারী মো. রিপন, আজম, সোহেল ও নাছিরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মেঝেতে ফেলে রাখে এবং বেধড়ক মারধর করে। এ সময় ডাকাতদল কর্মচারীদের বেতনসহ রাইস মিলের আয়ের নগদ টাকা এবং খামারের ১টি গাভী ও ১ ষাঁড় নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য শিমুল শীল বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনা শুনে মনে হচ্ছে, সংঘবদ্ধ ও পরিকল্পিতা ডাকাতদল এ কাজটি করেছে।

বোয়ালখালী বায়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, দুই-তিনজন লোক টাকা নিয়ে গেছে বলে শুনেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর