নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মোঃ তারেক (৩০) নামে এক মাদক বিক্রেটাকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৪৭ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার তারেক ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া এলাকার আব্দুর রশীদের পুত্র। র্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, বাকলিয়ার মিয়াখান নগরের হোসেন আলী কলোনীতে শুক্রবার রাতে একটি পিকআপ থেকে মাদকদ্রব্য নামিয়ে মজুদ করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোসেন আলী কলোনীর একটি বাসা থেকে আসামি তারেককে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে করা হয়। জেরার মুখে নিজ হাতে দুটি চটের বস্তার ভিতর থেকে ৪৭ কেজি গাঁজা ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর থেকে ৯৯ বোতল ফেনসিডিল বের করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রংয়ের পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদকদ্রব্য ও পিকআপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম