চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার নগরের চান্দগাঁও এবং জেলার রাউজান ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনির বাসিন্দা মো. মহিন (২২), হাটহাজারী উত্তর মেখল এলাকার বাসিন্দা আবুল মজিদ (৩৩) ও রাউজানের হলদিয়া এলাকার বাসিন্দা মো. ফোরকান কোম্পানি (৫৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর ও জেলার থানাগুলোতে অভিযান চালিয়ে এসব পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মহিন ও মজিদ ওয়ারেন্টভুক্ত এবং ফোরকান কোম্পানি রাউজান থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত। তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম