চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় চাঁদাবাজির অভিযোগে মো. আমজাদ হোসেন চৌধুরী টিটু নামে (২৬) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সানোয়ারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিটু সাতকানিয়া উপজেলার মির্জাখীল এলাকার বাসিন্দা। তিনি চান্দগাঁও থানার হামিদচর এলাকায় ভাড়া থাকতেন।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, লিফলেট ও চিঠি পাঠিয়ে এবং কল-মেসেজ দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে নানা কৌশলে ওই এলাকার মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতে টিটু। তাকে গ্রেপ্তারের পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম