চট্টগ্রাম নগরের আসকার দীঘির উত্তর পাড় এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার দুপুরে এস এস খালেদ রোডে নির্মিত ভবনটির অবৈধ অংশ ভাঙা শুরু হয়। তাছাড়া অবৈধ অংশ ভাঙতে ভবন মালিককে নোটিশ দেওয়া হয়। মঙ্গলবার আবারও অভিযান চলবে।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও সিডিএর আইন উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, নগর পরিকল্পনার বাইরে গড়ে ওঠা যেকোনো অবৈধ স্থাপনা, বিশেষ করে পাহাড় কেটে নির্মিত ভবন শহরের পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্ষায় এসব এলাকায় ভূমিধস ও প্রাণহানির ঝুঁকি থাকে। তাই এসব স্থাপনার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, পাহাড় কাটা ফৌজদারি অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(খ) অনুযায়ী, পাহাড় কাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর জন্য জরিমানা ও কারাদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হতে পারে। তাছাড়া বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ২৬৮ অনুযায়ী, জনসাধারণের জন্য ক্ষতিকর পরিবেশ সৃষ্টিকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়। আজ (সোমবার) অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল