চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত গিয়াস ওই থানার ইসহাকেরপুল এলাকার ‘মানারুল কোরআন মাদ্রাসা’র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিশু তিনটি ওই মাদ্রাসার শিক্ষার্থী।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসায় অভিযুক্তের শয়নকক্ষে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল