১১ জানুয়ারি, ২০২০ ০৯:৫২

কুর্মিটোলা অভিমুখে ধর্ষণবিরোধী গণপদযাত্রা আজ

অনলাইন ডেস্ক

কুর্মিটোলা অভিমুখে ধর্ষণবিরোধী গণপদযাত্রা আজ

ফাইল ছবি

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ কুর্মিটোলা অভিমুখে গণপদযাত্রা করবে যৌননিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট। বিকেল ৩টায় টিএসসি থেকে একর্মসূচি শুরু হবে। 

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার শাহবাগে আয়োজিত গণঅবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল।

ধর্ষক মজনুর ডিএনএ পরীক্ষা দাবি : শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক মাহিলা ফোরাম। সমাবেশে বক্তারা প্রকৃত অপরাধী নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার মজনুর ডিএনএ পরীক্ষার দাবি জানান। একই সঙ্গে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

ঢাবি ছাত্রীর জবানবন্দি : কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় ভিকটিম (ছাত্রী) আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় ভিকটিমের এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত ভিকটিমকে তার বাবার জিম্মায় দেন। এদিন ভিকটিম একান্তভাবে আদালতের কাছে সেই দিনের ঘটনার বর্ণনা দেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর