২২ জুন, ২০২০ ১১:৪১

দক্ষিণখানে ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূলহোতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

দক্ষিণখানে ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূলহোতা গ্রেফতার

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি চার্লস রূপম সরকারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাতে রূপমকে গ্রেফতার করা হয়। ডিবির উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেকে ব্যবসায়ী হেলাল উদ্দিনের (২৬) কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে খুন করা হয়। হেলালের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শনিবার দুই নারীকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন রূপমের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)। তারা জানিয়েছে, নগদ টাকা হাতিয়ে নেওয়ার জন্য হেলাল উদ্দিনকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। 

ডিসি মশিউর বলেন, গত ১৫ জুন হেলালের খণ্ডিত শরীর বস্তায় ভরে নিয়ে একটি অটোরিকশায় উঠছিল রূপম, এমন ভিডিও ফুটেজ আসে গোয়েন্দাদের হাতে। সেই ফুটেজ বিশ্লেষণ করে রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর