২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২১

খুলনায় হেরোইন পাচার মামলায় আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হেরোইন পাচার মামলায় আসামির যাবজ্জীবন

খুলনায় হেরোইন পাচার মামলায় রিপন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। 

একই মামলায় অপর দুই আসামি শাহিন মোড়ল ও মহিউদ্দিনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে আসামি রিপন শেখ ও মহিউদ্দিন মোল্লা পলাতক ছিলেন। 

জানা যায়, ২০১৮ সালের ৬ এপ্রিল ডুমুরিয়ার চুকনগর বাজার থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ রিপন শেখসহ ওই তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। 

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. অহিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর ডুমুরিয়া থানার এসআই মো. আশিকুল আলম তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর