২২ মার্চ, ২০২১ ২১:০৫

অসচেতনতায় দেশে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা: ডা. এবিএম আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

অসচেতনতায় দেশে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা: ডা. এবিএম আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ বলেছেন, শুধু অসচেতনতার কারণে দেশে করোনা ভয়ংকর রূপ নিচ্ছে। প্রতিটি হাসপাতালে আবারও ব্যাপকভাবে করোনা রোগী বাড়ছে। সেই সাথে দরকার হচ্ছে আইসিইউ। 

কোথাও কেউ স্বাস্থ্যবিধি মানছে না জানিয়ে তিনি বলেন, এতে সামনের দিনে করোনা আরও বাড়ার আশংকা তৈরি হচ্ছে। এখন লকডাউন দিলেও তা কার্যকর হবে না। ৩০ মার্চের পর স্কুল-কলেজ খোলা ঠিক হবে না। 

সোমবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে করোনা যোদ্ধা ৩০০ চিকিৎসককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

ঢাকা দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ড এই সম্মাননার আয়োজন করে। করোনা মহামারীর মধ্যে চিকিৎসদের উজ্জীবিত রাখতে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের ৩০০ ডাক্তারদের এই সম্মান জানানো হয়।

১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ ও ধানমন্ডি আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর