শিরোনাম
২৪ এপ্রিল, ২০২১ ১৫:৪০

খুলনায় কর্মহীন প্রান্তিক মানুষকে মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কর্মহীন প্রান্তিক মানুষকে মানবিক সহায়তা

করোনা পরিস্থিতিতে খুলনায় বিভিন্ন পেশার কর্মহীন ৫০০ জনকে মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে খুলনা জিলা স্কুল মাঠে কর্মহীন দরজি, ইজিবাইক চালক, দুঃস্থ নারী, বাস চালক ও অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ডাল পিয়াজ সবজিসহ নানা খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জুম অ্যাপে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। 

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এ সময় বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর