১৩ জুন, ২০২১ ১৬:৩৮

বরিশালে হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধ
বিষয়ক কর্মশালা

বরিশালে হেপাটাইটিস, ক্যান্সার ও পানিবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বর্নমালা কমিউনিকেশনের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরোর সহযোগিতায় 
রবিবার সকাল ১১টায় নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরো প্রধান আ. আজিজ। বিশেষ অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, শের-বাংলা মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. এম মনিরুজ্জামান শাহিন এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডলের সঞ্চালনায় কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

কর্মশালায় বলা হয়, নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বে পানি বাহিত রোগে ১৫ লাখ মানুষ আক্রান্ত হয়। তাদের মধ্যে ৮ লাখ ৪২ হাজার মানুষের অকাল মৃত্যু হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বে প্রতি ৩ জন মানুষের মধ্যে ১ জন হেপাটাইটিস ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়। ২০১৫ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ লাখ মানুষ মৃত্যু হয়। 

কর্মশালায় বক্তারা পানি বাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন। কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার ৪৫ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর