২৮ জুন, ২০২১ ১৪:৫০

অবৈধ দখলে থাকা রসিকের জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

অবৈধ দখলে থাকা রসিকের জমি উদ্ধার

রংপুর সিটি করপোরেশনের দেড়কোটি টাকা মূল্যের জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর ধাপ লালকুঠির মোড় এলাকায় অবৈধ দখলদারদের  কাছে থেকে ওই জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ১০টির মত অবকাঠামো বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। 

মহানগরীর শোভা বর্ধনের জন্য লালকুঠির মোড়ে  ৫ দশমিক ৭৫ শতাংশ জমি ১ কোটি ৫১ লাখ  টাকা দিয়ে ক্রয় করে সিটি করপোরেশন। কিন্তু ওই জমি অবৈধ দখলদারদের কাছে ছিল। এর আগে জায়গা খালি করার জন্য নোটিশ দিয়েছিল সিটি করপোরেশন।  কিন্তু অবৈধ দখলদার তা আমলে নেননি। তাই সোমবার সকালে তাদের উচ্ছেদে অভিযান চালানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রংপর সিটি কর্পোরেশনের মেয়ার মোস্তাফিজার রহামন মোস্তফা, সিটি কর্পোরেশনের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোঃ ফিরুজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর