৩০ জুন, ২০২১ ০৬:৩২

রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে। এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য 'মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক বিজ্ঞপ্তিতে বলেন, বৃক্ষরোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন দফতরের পরিচালকসহ মনোনীত সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর