শিরোনাম
৬ জুলাই, ২০২১ ১৬:০০

এক চেক ভাঙাতে রমনা থেকে ধানমন্ডির ব্যাংকে তিনজন, অতঃপর...

অনলাইন ডেস্ক

এক চেক ভাঙাতে রমনা থেকে ধানমন্ডির ব্যাংকে তিনজন, অতঃপর...

শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি- সংগৃহীত

জাকির হোসেন থাকেন রাজধানীর রমনা এলাকায়। আজ মঙ্গলবার লকডাউনের ষষ্ঠদিন সকালে তিনি তার সঙ্গে তিনজনকে নিয়ে ধানমন্ডির ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে শাহবাগে তাকে আটকে দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। যথোপযুক্ত কারণ মনে না হওয়ায় তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাকির অভিযোগ করে বলছিলেন, ‘করোনায় তো ব্যাংক খোলা। জরুরি লেনদেনের জন্যই গিয়েছিলাম ব্যাংকে। এরপরও জরিমানা গুণতে হলো।’

তবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘জরুরি লেনদেনের জন্য তিনি অবশ্যই যেতে পারবেন। তবে তিনি যেটা করেছেন এক চেকের টাকা উত্তোলনের কথা বলে তিনজনকে নিয়ে বের হয়েছিলেন, যা এই মুহূর্তে অগ্রহণযোগ্য।’

সূত্র: জাগো নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর