শিরোনাম
৮ জুলাই, ২০২১ ০১:৪১

যতদিন মহামারি থাকবে যতদিন মানুষের সেবা করে যাবে যুবলীগ : নিখিল

অনলাইন ডেস্ক

যতদিন মহামারি থাকবে যতদিন মানুষের সেবা করে যাবে যুবলীগ : নিখিল

যুবলীগের উদ্যোগে করোনার সংকটে অসহায় ও দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে মো. মাইনুল হোসেন খান নিখিল

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যতদিন এই করোনা মহামারি থাকবে ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে।  

বুধবার রাজধানীর মিরপুর চলন্তিকা মোড়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনার সংকটে অসহায় ও দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সারাদেশে ৬০ লাখ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেনসেবা দিয়ে যাচ্ছি।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন এখানে ১ হাজার লোকের মধ্যে রান্না করা খাবার বিতরণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শওকত হায়াত, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর