১২ আগস্ট, ২০২১ ১৭:০১

প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে ভুয়া পরিচয়দাতা শান্তা চৌধুরীর বিষয়ে সতর্কীকরণ

অনলাইন ডেস্ক

প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে
ভুয়া পরিচয়দাতা শান্তা চৌধুরীর বিষয়ে সতর্কীকরণ

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শান্তা চৌধুরী  নামে একজন নারী ‘প্রবাসী কল্যাণ মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছে’ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট দিয়েছেন। যা ভিত্তিহীন ও বানোয়াট একটি তথ্য। বিষয়টি আমাদের নজরে এসেছে। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, শান্তা চৌধুরী নামের কাউকে মাননীয় মন্ত্রী চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি। আজ এক প্রেস বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রকৃত পক্ষে, মোহাম্মদ রাশেদুজ্জামানকে গত ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মন্ত্রী তার এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই এ ব্যাপার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

ইতোমধ্যে শান্তা চৌধুরী কর্তৃক এপিএস হিসেবে ভুয়া পরিচয়দানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় আজই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর