২৫ আগস্ট, ২০২১ ১৭:১৯

জনতা ব্যাংকের নতুন পরিচালক আব্দুল মজিদ

অনলাইন ডেস্ক

জনতা ব্যাংকের নতুন পরিচালক আব্দুল মজিদ

জনতা ব্যাংকের পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন আবদুল মজিদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সাবেক অতিরিক্ত সচিব জনতা ব্যাংকে যোগ দেন। নবনিযুক্ত পরিচালক হিসেবে যোগ দেয়ায় এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের এমডি ও সিইও আব্দুছ ছালাম আজাদ (এফএফ)।

আবদুল মজিদ ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি খুলনায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিব ও পরিচালক বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, সচিব বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে সমবায় অধিদপ্তরে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

আব্দুল মজিদ ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর