শিরোনাম
২৭ আগস্ট, ২০২১ ১৩:৩০

বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে সমাবেশ

একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক উল্লাস মালি ও সদস্য মৌসুমী আক্তার এবং জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেনসহ অন্যান্যরা। 

বক্তারা একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর জন্য সরকারের কাছে দাবি জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর