২৮ আগস্ট, ২০২১ ০১:৪৫

বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

স্কুলছাত্রকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বরিশাল জিলা স্কুলের এক শিক্ষার্থী কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে ট্রলার থেকে সে নদীতে পড়ে যায় বলে জানিয়েছে তার সহপাঠীরা। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকেল ৫টার দিকে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটনা। নিখোঁজ ছাত্রের নাম ফাহাদ হাসান (১৭)। সে বরিশাল জিলা স্কুলের এএসসি পরীক্ষার্থী। তার বাসা নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায়। 

ফাহাদের সহপাঠীরা জানায়, বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নদী বন্দর সংলগ্ন খেয়াঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে তারা ১০-১২ জন বন্ধু। তাদের উদ্দেশ্যে ছিল নৌ ভ্রমণ করে কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন এলাকায় যাওয়া। মাঝপথে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছার পর হঠাৎ করেই ট্রলার থেকে ফাহাদ নদীতে পড়ে যায় বলে দাবি তার সহপাঠীদের।

সহপাঠীদের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে ফাহাদ পড়ে গেছে বলে চিৎকার করে। চালক ট্রলার থামানোর পর নদীর পানিতে পায়ের জুতা ভাসতে দেখা যায়। কিন্তু ফাহাদকে আর দেখা যায়নি। এরপর ওই যুবকদের মধ্য থেকে কেউ একজন ৯৯৯ এ ফোন করে ফাহাদের নদীতে পড়ে যাওয়ার খবর জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এসআই ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নিখোঁজ ফাহাদকে উদ্ধারের চেষ্ট চলছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর