৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৬

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

সোনারগাঁও (নাারয়ণগঞ্জ) প্রতিনিধি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আজ শনিবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেন তার কনিষ্ঠ পুত্র মাইনুল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হুসাইন, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদ ও গ্রস্থ ও প্রকাশনা কর্মকর্তা মোজাম্মেল মাসুদ।

উপ-পরিচালক রবিউল হুসাইন বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সারা বাংলার জন্য সুপরিচিত চিত্রশিল্পী। তিনি গ্রাম বাংলার মাটি ও মানুষের ছবি একে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। 

তিনি আরও বলেন, জনগনের জন্য উন্মুক্ত করে দিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তার পরিবার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর