৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪১

চরাঞ্চলে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা আরএমপি’র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চরাঞ্চলে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা আরএমপি’র

রাজশাহীর চর মাঝারদিয়াড় এলাকার ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে নগর পুলিশ। আজ শনিবার দুপুরে চর চরমাঝাড়দিয়াড় নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও নিম্নআয়ের তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। 

প্রধান অতিথির বক্তব্যে নগর কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘রাজশাহী মহানগরীর ছাড়াও আরএমপির আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’ 

তিনি আরও বলেন, ‘চরমাঝাড়দিয়াড়া এলাকা কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বিভিন্ন ফসল উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন কৃষকরা। কিন্ত এখানকার মূল সমস্যা হলো রাস্তাঘাট। এ এলাকার রাস্তাঘাট সংস্কার করা হলে এ অঞ্চলের কৃষি আরও বেশি সম্ভাবনা দেখা দেবে।’ 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল মজিদ আলীম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর