১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১৭

করোনা সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা সুরক্ষায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে স্কুলে মাস্ক বিতরণ করছে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট। আজ ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখায় শিক্ষার্থীদের মাঝে ১৫০০ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু হানিফ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহরীমা চৌধুরীসহ অন্য শিক্ষকবৃন্দ। 

ডা. মো. আবু হানিফ বলেন, মাস্ক প্রায় ৯৮ শতাংশ করোনা থেকে সুরক্ষা দিতে পারে। কাপড়ের মাস্কের সুবিধা হলো সহজলভ্য, সাশ্রয়ী, ধোয়া যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। ‘মাস্ক পড়ুন, জীবন বাঁচান, দেশ বাঁচান’ স্লোগানের এই সামাজিক উদ্যোগে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর