শিরোনাম
৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫২

নতুন আরও ৪টি এতিমখানা নির্মাণ করেছে কাতার চ্যারিটি

নিজস্ব প্রতিবেদক

নতুন আরও ৪টি এতিমখানা নির্মাণ করেছে কাতার চ্যারিটি

এতিম ও অসহায় শিশুদের উন্নত ভবিষ্যত নিশ্চিত করতে বাংলাদেশের তিন জেলায় নতুন আরও ৪টি এতিমখানা নির্মাণ করেছে কাতার চ্যারিটি। 

রংপুর জেলার গঙ্গাচড়ায়, কুষ্টিয়ার কুমারখালিতে এবং সিলেটের দক্ষিণ সুরমায় এই চারটি সুরম্য ও আধুনিক এতিমখানা নির্মাণ করা হয়েছে। 

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ হাজার বর্গফুটের প্রতিটি এতিমখানা দোতলা বিশিষ্ট। এর নিচ তলায় রয়েছে শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, ডাইনিং হল, রান্না ঘর, ওয়াশরুম এবং নামাজের ঘর। দ্বিতীয় তলায় রয়েছে এতিম শিশুদের জন্য সুপরিসর ও সুসজ্জিত আবাসনের সুবিধা। প্রতিটি এতিমখানায় ২০০ এতিম শিক্ষার্থীর একইসাথে থাকা এবং পড়াশোনার ব্যবস্থা রয়েছে। 

সম্প্রতি নতুন এই ৪টি এতিমখানা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকারের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের প্রজেক্ট ডিরেক্টর সোহেল আলম জানান, চারটি ভবন নির্মাণে মোট খরচ হয়েছে ১৭,১০,০৮৯ কাতারি রিয়াল। গত ৫ বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় কাতার চ্যারিটি মোট ১৮টি এতিম ভবন নির্মাণ করেছে। আর এতে উপকৃত হয়েছে প্রায় ৪ হাজার এতিম ও অসহায় শিশু।

বিডি প্রতিদিন/আজহার/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর