১ অক্টোবর, ২০২১ ২৩:৫৭

বিএনপি-জামায়াতের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের প্রহসনের নির্বাচনের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।

২০০১ সালের ১ অক্টোবর তৎকালীন বিএনপি-জামায়াতের ভোট কারচুপি ও প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হরণ এবং পরবর্তী সময়ে সারাদেশে সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত দাশ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইব্রাহিম হোসেন, দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন।
 
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ২০০১ সালের আজকের দিনে (১ অক্টোবর) নির্বাচনের পর বিএনপি-জামায়াত সরকার কী করেছিল তা দেশবাসী ভুলে যায়নি। নির্বাচনে জেতার সাথে সাথে দেশের মানুষের উপর চরম অত্যাচার শুরু করেছিল বিএনপি-জামায়াত-শিবির ক্যাডাররা। সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নারীদের পালাক্রমে ধর্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর, মিথ্যা মামলা ও সীমাহীন অত্যাচার। দেশটাকে নরকে পরিণত করেছিল বিএনপি-জামায়াত সরকার।

তিনি বলেন, সেই দিনের স্মৃতি মানুষ এখনো ভুলে যায়নি বলেই দেশরত্ন শেখ হাসিনাকে বারবার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন, দেশের মানুষ ততদিন ক্ষমতায় বসাবেন।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বিএনপি জামায়াত কারচুপি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। অপারেশন ক্লিনহার্টের নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের জনপ্রিয় নেতাকর্মীকে আটক ও বিনা বিচারে হত্যা করেছিল। হাওয়া ভবন বানিয়ে সরকারের ভেতরে সরকার তৈরি করে কমিশন বাণিজ্য করে দেশের অর্থ বিদেশে পাঁচার করা হয়েছে। দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো হয়েছে। তাই দেশের মানুষ বিএনপিকে ত্যাজ্য করেছে। আর কখনো বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর