২ অক্টোবর, ২০২১ ২১:৫৯

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশালে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশালে মতবিনিময়

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশালে মতবিনিময়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের এই উদ্যোগ সফল করতে বরিশালের মৎস্যজীবী এবং আড়তদারদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য অধিদপ্তর।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পোর্ট রোডের ইলিশ ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এছাড়া জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুলসহ স্থানীয় মৎস্যজীবী এবং আড়তদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিরা ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই সময়ে ইলিশ আহরণ, মজুদ, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় বলেও তারা স্মরণ করিয়ে দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর