১০ নভেম্বর, ২০২১ ০০:০৫

যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ

ফাইল ছবি

সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ব্যাপারে ইতোমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়েছে বিআরটিএ। মঙ্গলবার (৯ নভেম্বর ) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে বাস-মিনিবাসে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরু করবে বিআরটিএ।

গত রবিবার (৭ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। সিএনজিচালিত বাসের জন্য বর্ধিত ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে সরকার। 

তবে রাজধানী ঢাকায় এবং দূরপাল্লার পথে গ্যাসচালিত বাসেও বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের বাস চেনার সুবিধার্থে সিএনজিচালিত বাস চিহ্নিত করতে স্টিকার লাগানোর জন্য পরিবহন মালিক সমিতিকে গত সোমবার (৮ নভেম্বর) চিঠি দেওয়া হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর