২৪ নভেম্বর, ২০২১ ২৩:০৭

রাজধানীতে কলেজছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজধানীতে কলেজছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজছাত্র নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা। বুধবার তিনটার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নামে। এসময় কয়েক শ’ বিক্ষোভকারী নগরভবনে প্রবেশের চেষ্টা করে। তবে প্রধান ফটক বন্ধ থাকায় ভবনের সামনেই স্লোগান দেয় তারা।

এর আগে, বুধবার দুপুর পৌনে ১২টায় গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নাঈম হাসানকে একটি গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত নাঈম হাসান নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে নাঈম রাস্তা পার হচ্ছিল। সে নটর ডেম কলেজের মানবিক বিভাগের ছাত্র ছিল। কলেজের পথে সে দুর্ঘটনার শিকার হয়।

এই ঘটনায় গাড়িচালক রাসেল খানকে আটক করেছে পুলিশ। সিটি করপোরেশনের ময়লার ওই গাড়ি জব্দ করা হয়েছে। উল্লেখ্য, নিহত নাঈমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। নীলক্ষেতে তার বাবার বইয়ের দোকান রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর