২৬ নভেম্বর, ২০২১ ১৫:২১

নটর ডেম কলেজছাত্র নিহতের ঘটনায় গাড়ির মূলচালক হারুনকে গ্রেফতার

অনলাইন ডেস্ক

নটর ডেম কলেজছাত্র নিহতের ঘটনায় গাড়ির মূলচালক হারুনকে গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৮) নিহতের ঘটনায় গাড়ির মূলচালক হারুনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমকে বলেন, আজ ভোরে যাত্রাবাড়ী থেকে হারুনকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর একটি দল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে, বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ডিএসসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নাঈম। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটির মূল চালক হারুন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর