১৩ জানুয়ারি, ২০২২ ১৭:৩৫

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান শুরু।

বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮টি বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জের কাজীরহাট উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ স্থাপন করে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। প্রথম দিন ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়। আগামী শনিবার আরও ৩ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদান করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরে ট্রলারে যাতায়াত করে টিকা নিতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় প্রয়োজন হতো। এখন স্কুলে ভ্যাকসিন কার্যক্রম চলে আসায় ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন শিক্ষার্থীরা। করোনা থেকে বাঁচতে সবাইকে যথা সময়ের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর