৩১ জানুয়ারি, ২০২২ ১৭:৫১

চড়ুইভাতির আগুনে নিভল ছোট্ট মাকতুমার জীবন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

চড়ুইভাতির আগুনে নিভল ছোট্ট মাকতুমার জীবন

শিশু মাকতুমা আক্তার।

ছোট্ট শিশু মাকতুমা আক্তার (৮)। বাবা মনিরুজ্জামান মানিক ও মা সূচনা আক্তার দম্পতির পরিবারে বড় ছেলে সাজিদ, মেয়ে মাইশা আর ছোট্ট মাকতুমাকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল। বাবা মানিক সদ্য সমাপ্ত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় পরিবারে বেশ আনন্দ বইছিল। মানিকের সেই আনন্দ কেড়ে নিয়েছে চড়ুই ভাতির আগুন।

গত ২৩ জানুয়ারি সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে বাড়ির পাশে খেলার সাথীদের নিয়ে চড়ুইভাতি খেলার সময় চুলার আগুনে দ্বগ্ধ হয় ছোট্ট শিশু মাকতুমা আক্তার। আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যায়।

মাকতুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য সমাপ্ত তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শিশুটির বাবা মো. মনিরুজ্জামান মানিক।

মনিরুজ্জামান মানিকের বরাত দিয়ে শিশুটির চাচা তাজমুল হক বলেন, করোনায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। মাকতুমা স্থানীয় সাইটালিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় খেলার সাথীদের নিয়ে বাড়ির পাশে চড়ুই ভাতির আয়োজন করে।

চড়ুইভাতির খাবার রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন মাকতুমার গায়ের কাপড়ে লাগে। এসময় অন্যান্য শিশুরা চিৎকার ও তার কান্নাকাটি শুরু করলে তাকে প্রথমে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকালে মাকতুমার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর