২০ ফেব্রুয়ারি, ২০২২ ০৪:০৫

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

প্রতীকী ছবি

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার চর‌মোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। আফসার আলী আশ্রয়ণ প্রকল্পের বা‌সিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করেছে।

ফায়ার সার্ভিস জানায়, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়। এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী। এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে তল্লাশি শুরু করে। 

বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী ম‌ডেল থানার ওসি মো. আজিমুল করিম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর