শিরোনাম
২ মার্চ, ২০২২ ১৮:৩৮

বরিশালে নদীর অভয়াশ্রমে মাছ শিকার বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নদীর অভয়াশ্রমে মাছ শিকার বন্ধে অভিযান

বরিশাল, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরের বিভিন্ন নদীতে মাছের ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল, দুই মাসের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব নদীতে মাছ শিকার বন্ধে স্ব-স্ব জেলা মৎস্য বিভাগ অভিযান চালাচ্ছে অভয়াশ্রমগুলোতে। 

বুধবার দ্বিতীয় দিনে মাছ শিকার বন্ধের অভিযান চালিয়েছে বরিশাল জেলা মৎস্য বিভাগ। এতে সহায়তা করে জেলা টাস্ক ফোর্স ও নৌ পুলিশের কর্মকর্তারা। ভোর থেকে বরিশালের কালা বদর নদীসহ অভয়াশ্রম চষে বেড়ায় আভিযানিক দল। তবে এসময় নদীতে কোন জেলেকে পাওয়া যায়নি। 

অভিযান পরিচালনাকারী সদর নৌ থানা ওসি হাসনাত জামানা জানিয়েছেন, চোরা-গোপ্তাভাবে কেউ যদি মাছ শিকারের চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

একই সাথে মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, নদীতে জাল নিয়ে যাতে জেলেরা না নামে সেজন্য সরকারের পক্ষ থেকে তালিকাভুক্ত জেলে পরিবারদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর