৮ মার্চ, ২০২২ ২৩:০৩

‘নতুন প্রতিটি শপিংমলে ব্রেস্টফিডিং ও ডে-কেয়ার সেন্টার থাকতে হবে’

অনলাইন ডেস্ক

 ‘নতুন প্রতিটি শপিংমলে ব্রেস্টফিডিং ও ডে-কেয়ার সেন্টার থাকতে হবে’

মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‌‘ডিএনসিসি এলাকার নতুন প্রতিটি শপিং সেন্টারে ব্রেস্টফিডিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে।’ 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে ডিএনসিসি এবং দ্যা কার্টার সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘একটি দেশ ও জাতির উন্নয়নে নারীদের কোনো বিকল্প নেই। আজকের নারীরা আর পিছিয়ে নেই, নারীরা তাদের অধিকার আদায় করে নিতে শিখেছেন। নারীরা এখন জানেন কীভাবে অধিকার আদায় করতে হয়।’

সভায় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন এমপি শবনম জাহান নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর