১৩ মার্চ, ২০২২ ১৪:১১

খালে মাছের বদলে মশা চাষ হয় : আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

খালে মাছের বদলে মশা চাষ হয় : আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর খালগুলোতে মাছের বদলে মশার চাষ হয়। ড্রেনে ফেলা পয়বর্জ্য খালে গিয়ে পড়ছে। ফলে খালের পানিতে অ্যামোনিয়া বেড়ে যাওয়ায় মাছ চাষ করা যাচ্ছে না। নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য।

আজ রবিবার রাজধানীর গুলশান-২ নগর ভবনে পয়ঃনিষ্কাশন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, ঢাকার ৯০ শতাংশ ভবন আইন মেনে তৈরি করা হয়নি। নতুন ভবনের অনুমোদন দেয়ার জন্য ভবনে সেফটিক ট্যাংক আছে কি সেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দেখতে হবে। খালে ময়লা পানি ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্ব নিতে হবে।

কর্মশালায় ১৩টি স্টল সুয়ারেজ মডেল উপস্থাপন করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুজিবুর রহমান। দু'দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর